নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জাতীয় অ্যাথলেটিক্স দলকে প্রশিক্ষণ দিতে ঢাকায় এসেছেন ভারতীয় কোচ গোভিন্দরায় ভেনকান্না গ্যাংকর। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় গত তিন মাস ধরে বিকেএসপিতে চলছে জাতীয় অ্যাথলেটিক্স দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। এই ক্যাম্পের জন্যই হাইজাম্পার কোচ গোবিন্দরায় ভেনকান্না গ্যাংকরকে নিয়োগ দেয়া হয়েছে। আপাতত তিন মাসের জন্য আনা হয়েছে তাকে। গতকাল বেলা সাড়ে ১১টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন গ্যাংকর। বিমানবন্দর থেকে তিনি সরাসরি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামস্থ অ্যাথলেটিক্স ফেডারেশনের কার্যালয়ে আসেন। ফেডারেশনে কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ভারতীয় এই কোচ গণমাধ্যমের মুখোমুখি হন। ভারতের শীর্ষ পর্যায়ের হাইজাম্পাররা গ্যাংকরের শিষ্য। তিনি হাইজাম্পে বাংলাদেশের অ্যাথলেটদের উন্নতি করাতে পারবেন বলে জানান তিনি, ‘আমি মূলত একাডেমিশিয়ান। গত কয়েক যুগে ভারতের শীর্ষ হাইজাম্পাররা আমার শিষ্য। তারা আমার অধীনে থেকেই আন্তর্জাতিক পদক জিতেছে। আশা করি বাংলাদেশেও সেই ধারা বজায় রাখতে পারবো। বাংলাদেশের হাইজাম্পারদের এখন যে টাইিমং রয়েছে। কয়েক মাস পর অবশ্যই এর উন্নতি করবে।’
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, ‘আমাদের হাই জাম্পে সম্ভাবনা রয়েছে। গ্যাংকর হাইজাম্পে অত্যন্ত ভালো মাপের কোচ। তাই তাকে আনা হয়েছে। তিন মাস পর দুই পক্ষের সম্মতিতে চুক্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। আসন্ন সাউথ এশিয়ান (এসএ) গেমসের আগে স্প্রিন্টেও বিদেশি কোচ আনার চেষ্টা আছে আমাদের।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।