Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২১, ৭:২৪ পিএম

দেশের ৬৪ জেলা, আট বিভাগ, শিক্ষাবোর্ড ও বিকেএসপিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় পাঁচশ’ অ্যাথলেটের অংশগ্রহণে শুক্রবার শুরু হচ্ছে শহীদ শেখ রাসেল জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগতা। আর্মি স্টেডিয়ামে বালক ও বালিকা বিভাগে ১৪টি এবং কিশোর-কিশোরী বিভাগে ২৭ ইভেন্টে পদকের জন্য লড়বেন জুনিয়র অ্যাথলেটরা। হ্যান্ডটাইমিংয়ে অনুষ্ঠেয় খেলায় স্বর্ণপদক বিজয়ীদের ৩ হাজার, রৌপ্য জয়ীদের ২ হাজার এবং ব্রোঞ্জপদক বিজয়ীদের ১ হাজার টাকা অর্থপুরস্কার দেয়া হবে। এছাড়া নতুন রেকর্ডধারীদের প্রত্যেকে পাবেন ৫ হাজার টাকা করে অর্থপুরস্কার। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু। এ সময় ফেডারেশনের সহ-সভাপতি ফারুকুল ইসলাম উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যাথলেটিক্স


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ