Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইমরানুর বিশ্ব অ্যাথলেটিক্সে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২২, ১২:০১ এএম

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিযনশিপে খেলবেন বাংলাদেশের লন্ডন প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান। যুক্তরাষ্ট্রের ওরিগন শহরের ইউজিনে ১৪ থেকে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ১০০ মিটার স্প্রিন্টে অংশ নিতে লন্ডন থেকে ১২ জুলাই রওয়ানা হবেন ইমরানুর। ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত দেড়টায় অনুষ্ঠিত হবে ইমরানুরের ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারি রাউন্ড। দলের অংশ হিসেবে ইতেমাধ্যে যুক্তরাষ্ট্রে পেীঁছেছেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু। গত জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় অ্যাথলেটিক্সে ঢাকায় প্রথমবার দৌড়াতে এসেই ২২ বছরের রেকর্ড ভাঙ্গেন ইমরানুর। ইলেকট্রনিক স্কোরবোর্ডে ১০.৫০ সেকেন্ডে দৌড় শেষ করেন ২৮ বছর বয়সি এই অ্যাথলেট। ইলেকট্রনিক স্কোরবোর্ডে এটাই বাংলাদেশের কোন অ্যাথলেটের রেকর্ড টাইমিং। ১৯৯৯ সালে প্রয়াত মাহাবুব আলম ১০.৫৪ সেকেন্ডে ১০০ মিটার দৌড়েছিলেন। দেশে হ্যান্ড টাইমিংয়ের রেকর্ড ইসমাইলের, ২০১৯ সালে ১০.২০ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইমরানুর বিশ্ব অ্যাথলেটিক্সে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ