বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকে ওই আসামিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া ব্যক্তির গোপাল চন্দ্র মন্ডলের বয়স হয়েছিল ৪২। তার কয়েদি নম্বর ছিল ৫১৩৯। তিনি দীর্ঘ ২০ বছর যাবত সাজা ভোগ করছিলেন। জেলখানার কারারক্ষী সোহেল রানা জানান, রাত ১২টার দিকে গোপাল চন্দ্র মন্ডল অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপাল চন্দ্র মন্ডলের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।