Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় খুলনার বিশ্ববিদ্যালয় শিক্ষিকার মৃত্যু

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ৫:৪০ পিএম

খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রাক্তন সিনিয়র লেকচারার, বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ষ্টান্ডার্ড ইউনিভার্সিটির লেকচারার মাহিয়া খানম পিংকি (২৪) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শ্বাসকষ্টের জটিলতা নিয়ে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে তিনি ওই হাসপাতালে মারা যান। মাহিয়া খানম পিংকি খুলনা জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক এ্যাড. সেলিনা আক্তার পিয়ার বড় মেয়ে। খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন মাহিয়া খানম পিংকি সাত মাসের অন্তঃসত্বা অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ঢাকা ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।

এদিকে পিংকির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, খুলনা সিটি মেয়র ও নগর আওয়ামীলীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ ও জেলা সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, খুলনা-৪ আসনের সংসদ সদস্য সালাম মুর্শেদী, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ