গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকা-১৮ আসনের এমপি হাবিব হাসানের বাসার সামনে থেকে মোহন আলি (২২) নামে এক খুনের মামলার আসামীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। রাজশাহীর আব্দুলপুর সরকারী ডিগ্রি কলেজের ৩য় বর্ষের ছাত্র জাকির হোসেন (২২) কে হত্যার পর পালিয়ে ঢাকা আসে মোহন। এরপর গতকাল এমপির বাসার সামনে রহস্যজনকভাবে ঘোরাঘুরির সময় উত্তরার কয়েকজন স্থানীয় সাংবাদিক তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাসী করে মোহনের কাছে সেভেন গিয়ার ছুরি ও মাদক পায়। পরে তাকে থানায় সোপর্দ করে।
তুরাগ থানার ওসি মেহেদী হাসান জানান, সে খুনের আসামি, খুনের কথা স্বীকার করেছে। আমরা সংলিষ্ট থানায় খবর দিয়েছি। সেখান থেকে টিম আসলে তাদের নিকট মোহন আলিকে হস্তান্তর করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।