বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীতে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মোহাম্মদপুরে একটি হাসপাতলে মাইমুনা (৬ মাস) নামে এক শিশু মারা গেছে। কিন্তু শিশুটির পরিবারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে শিশুটির লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রেখেছে পুলিশ।
মোহাম্মদপুর থানার এসআই মিজানুর রহমান জানান, গত ৩০ জুন সুমি নামে এক মেয়ে চর্ম জনিত রোগের কারণে শিশু মাইমুনাকে কলেজ রোডে অবস্থিত ঢাকা হেলথকেয়ার হাসপাতালে ভর্তি করেন। ভর্তির পরপরই স্বজনদের আর খুঁজে পাননি হাসপাতালের চিকিৎসকরা। একপর্যায়ে হাসপাতালে কর্তৃপক্ষ গত ৭ জুলাই এই বিষয় মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরে হাসপাতালে ভর্তি শিশু মাইমুনা গত সোমবার সন্ধ্যার দিকে মারা যায়।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, হাসপাতালে কাগজে শিশুটির নাম মাইমুনা ও স্বজন সুমি নামে একজনের নাম লেখা আছে। তবে হাসপাতাল থেকে পাওয়া একটি নম্বরে যোগাযোগ করা হলে, এক মেয়ে বলে আমরা আসবো। এরপর থেকে তাদের আর কোনো খবর নেই। ফোনও আর রিসিভ করছেন না।
এদিকে, পুরান ঢাকার সিদ্দিকবাজারে সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে হাসাইন নামে দেড় বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে চিকিৎসাধীন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে শিশুটির মৃত্যু হয়। মৃত হাসাইন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আবুল হোসেন ও আঁখি আক্তার দম্পতির ছেলে। তিন ভাই দুই বোনের মধ্যে সবার ছোট ছিলো হাসাইন।
মা আঁখি আক্তার বলেন, গত সোমবার সন্ধ্যায় সাততলার বাসার সিঁড়ির পাশে সন্তানদের নিয়ে বসেছিলেন তিনি। সেখানে বসে অন্য মেয়ের মাথায় তেল দিয়ে দিচ্ছিলেন। মায়ের শাড়ির আঁচল ধরে পাশেই খেলছিলো দেড় বছরের হাসাইন। তখন সাততলার সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে যায় হাসাইন।
বাবা আবুল হোসেন বলেন, সিদ্দিকবাজার নতুন রাস্তা দৌলত মিয়ার আটতলা বাড়ির সাততলায় ভাড়া থাকেন তারা। ওই বাসার সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে হাসাইনের মাথায় গুরুতর আঘাত পায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন নিউরোসার্জারি ২০৪ নম্বর ওয়ার্ডের মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া জানান, মাথায় আঘাত পেয়ে সকালে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়েছে। লাশটি ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।