Inqilab Logo

শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঈদে ‘দেখলে তোরে’ নিয়ে আসছেন কর্ণিয়া-আলভি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ১২:৪২ পিএম

এবার একসঙ্গে একটি গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন এ প্রজন্মের সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া ও আলভী। গানটির শিরোনাম ‘দেখলে তোরে’। মেহেদী হাসান লিমনের কথায় এর সুর করেছেন ইয়াসিন হোসেন নিরু। আর সংগীতায়োজন করেছেন আলভী আল বিরুনী।

কণ্ঠশিল্পী কর্ণিয়া বলেন, ‘ঈদের আনন্দ বাড়িয়ে দিতে নতুন গান প্রকাশ করছি। একেবারেই ড্যান্স নম্বর বলতে যা বোঝায়, এটি তেমন একটি গান। শুনলে নাচতে ইচ্ছে করবে। লকডাউনের আগে আমরা দুদিনের প্রস্তুতিতেই মিউজিক ভিডিওর কাজ শেষ করেছি। সব পরিশ্রম সার্থক হবে, যদি গানটি ভক্ত-দর্শকের ভালো লাগে।’

আলভির সঙ্গে কাজ প্রসঙ্গে কর্ণিয়া আরও বলেন, ‘আলভি এখনও সেভাবে সর্বমহলে পরিচিত হয়নি ঠিকই, কিন্তু সে তরুণ প্রজন্মের মধ্যে খুব মেধাবী একজন মিউজিশিয়ান। নাটকের গানে দারুণ ব্যস্ত। তরুণ শিল্পী শেখ সাদীর বেশির ভাগ গানই তার কম্পোজিশন করা।’

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাকিব আহমেদ। কোরিওগ্রাফি করেছেন খালেদ মাহমুদ। মিউজিক ভিডিওতে কর্ণিয়া ও আলভী পারফর্মও করছেন। আসছে পবিত্র ঈদুল আজহায় ‘দেখলে তোরে’ গানের মিউজিক ভিডিও প্রকাশিত হবে কর্ণিয়ার ইউটিউব চ্যানেলে।

কর্ণিয়া ২০১২ সালে একটি বেসরকারি টেলিভিশনের গানভিত্তিক শো ‘পাওয়ার ভয়েস’-এ অংশগ্রহণ করে রানার্সআপ হন। সেই থেকে প্রচারের আলোয় তিনি। অনেক মিক্স অ্যালবামে প্রকাশিত হয়েছে তাঁর গান। বেশ কিছু চলচ্চিত্রেও গেয়েছেন। নিয়মিত স্টেজ শোও করে চলেছেন এ রূপসী গায়িকা।

অন্যদিকে ২০১৫ সালে সংগীতে হাতেখড়ি আল বেরুনি আলভীর। সেটা ছিল নিতান্তই শখের বসে। তার মাত্র তিন বছর পরই সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। বর্তমানে নিয়মিতই কাজ করে যাচ্ছেন এই তরুণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ