মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন এবং ন্যাটোর সেনারা যখন আফগানিস্তান ছেড়ে যাচ্ছে, তখন একের পর এক জেলা-শহর বিনা প্রতিরোধেই দখলে নিচ্ছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থার চরম অবনতিতে তালেবানের উত্থান ঠেকাতে এবার প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কাবুল বিমানবন্দরে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা স্থাপন করা হয়েছে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়, গতকাল রবিবার (১১ জুলাই) এটি স্থাপন করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তালেবানদের হামলার কারণে কাবুল ও বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। তাছাড়া এটি ন্যাটো বিদেশি কূটনীতিক ও ত্রাণকর্মীদের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম।
এক বিবৃতিতে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করার উদ্দেশে স্থানীয় সময় রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে কাবুলে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা স্থাপন করা হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান তথ্যটি জানিয়েছেন। তবে এটি কারা স্থাপন করেছে কিংবা কী ধরনের সে সম্পর্কে কিছুই বলেননি তিনি। সূত্র : এএফপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।