পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী ব্র্যান্ড আকাশ ডিটিএইচ এবং প্রিয়শপ ডটকম লিমিটেড সম্প্রতি একটি চুক্তি সই করেছে। এ চুক্তির আওতায় গ্রাহকরা প্রিয়শপ ডটকম লিমিটেডের মাধ্যমে আকাশ ডিটিএইচ সংযোগ কিনতে পারবেন।
রাজধানীর গুলশানে বেক্সিমকো কমিউনিকেশন্সের হেড অফিসে সম্প্রতি এ সংক্রান্ত চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন আকাশ ডিটিএইচের হেড অফ মার্কেটিং অ্যান্ড স্ট্রাটেজিক সেলস মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী এবং প্রিয়শপ ডটকমের প্রতিষ্ঠাতা ও সিইও মো. আশিকুল আলম খান।
এ চুক্তির আওতায় প্রিয়শপ ডটকম তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে আকাশ ডিটিএইচ সংযোগ বিক্রি করবে। এর মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ ডিটিএইচ সংযোগ পৌঁছে বাংলাদেশের তথ্য ও বিনোদন অবস্থার উন্নতি করতে সহায়তা করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।