Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিয়শপ ডটকমের মাধ্যমে কেনা যাবে আকাশ ডিটিএইচ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২০, ৬:৩৫ পিএম

ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী ব্র্যান্ড আকাশ ডিটিএইচ এবং প্রিয়শপ ডটকম লিমিটেড সম্প্রতি একটি চুক্তি সই করেছে। এ চুক্তির আওতায় গ্রাহকরা প্রিয়শপ ডটকম লিমিটেডের মাধ্যমে আকাশ ডিটিএইচ সংযোগ কিনতে পারবেন।

রাজধানীর গুলশানে বেক্সিমকো কমিউনিকেশন্সের হেড অফিসে সম্প্রতি এ সংক্রান্ত চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন আকাশ ডিটিএইচের হেড অফ মার্কেটিং অ্যান্ড স্ট্রাটেজিক সেলস মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী এবং প্রিয়শপ ডটকমের প্রতিষ্ঠাতা ও সিইও মো. আশিকুল আলম খান।

এ চুক্তির আওতায় প্রিয়শপ ডটকম তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে আকাশ ডিটিএইচ সংযোগ বিক্রি করবে। এর মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ ডিটিএইচ সংযোগ পৌঁছে বাংলাদেশের তথ্য ও বিনোদন অবস্থার উন্নতি করতে সহায়তা করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ