Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আকাশ নীলের এমডি-চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

৮ কোটি টাকা আত্মসাৎ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২২, ১২:০৮ এএম

টাকা নিয়ে পণ্য না দেয়া এবং হুমকির অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান আকাশ নীলের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মশিউর রহমান, চেয়ারম্যান, পরিচালকসহ সাতজনকে আসামি করে মামলাটি করেছেন এক ভুক্তভোগী। শেরেবাংলা নগর থানায় এ মামলা দায়ের করা হয়। গতকাল শনিবার শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, আকাশ নীল নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন একজন ভুক্তভোগী। মামলার বিষয়টি তদন্ত চলছে। তদন্তের পর আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মামলায় অভিযোগ করা হয়েছে, বাদী ছাড়াও আরও ৩০ যুবককে স্বল্পটাকায় মাত্র ২৫ দিনে মোটরসাইকেল ডেলিভারি দেয়ার নাম করে ছয় কোটি চার লাখ ৫৩ হাজার ৪০০ টাকা আত্মসাৎ করেছে প্রতিষ্ঠানটি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের আগস্ট মাসে তিনি (মামলার বাদী) ফেসবুকের মাধ্যমে জানতে পারেন আকাশ নীল নামের একটি প্রতিষ্ঠান মাত্র ২৫ দিনে মোটরসাইকেল ক্রয় ও বিক্রয় করছে। এমন বিজ্ঞাপন দেখে তিনি প্রতিষ্ঠানটিতে ছয়টি মোটরসাইকেল পাওয়ার আশায় বিনিয়োগ করেন। কিন্তু বেঁধে দেয়ার সময়ও তিনি মোটরসাইকেল না পাওয়ায় প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাকে চেক দেয়া হলেও টাকা দেয়া হয়নি। পরে টাকার জন্য চাপ দেয়া হলে নানাভাবে হুমকি দিতে শুরু করেন মালিক মশিউর রহমান। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, মামলার বাদী রুহুল আমিনের সবমিলিয়ে এক কোটি ৯৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেছে আকাশ নীল। তিনি ছাড়াও আরও ৩০ জন যুবকের কাছ থেকে ছয় কোটি টাকা আত্মসাৎ করেছে প্রতিষ্ঠানটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আকাশ নীলের এমডি-চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ