বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিধিনিষেধ অমান্য করায় নগরীর বিভিন্ন স্থানে অভিযানে ৭৬টি মামলায় ৩০ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। চলমান কঠোর লকডাউনে রোববার রাত পর্যন্ত জেলা প্রশাসনের ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, করোনার সংক্রমণ রোধে জেলা প্রশাসন নগরীর চকবাজার, কোতোয়ালী, বাকলিয়া, আকবরশাহ, বায়েজিদ, চান্দগাঁও, ইপিজেড, পাহাড়তলী, বন্দর, খুলশী, হালিশহর, পতেঙ্গা ও পাঁচলাইশ এলাকায় সরকারের নির্দেশনা অনুযায়ী এ অভিযান চালানো হয় । এ সময় বিধিনিষেধ অমান্য করায় ৭৬টি মামলায় ৩০ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।