Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২১, ১:৫১ পিএম

বগুড়ায় কিছুতেই থামছেনা মৃত্যু। কমছেনা করোনায় শনাক্তের হার ও সংখ্যা। তার প্রমান শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ফের করেনায় মারা গেল ৫ ও উপস্বর্গে আরও ৮ জন। করোনায় মারা যাওয়া ৫ জনের মধ্যে দুজন বগুড়ার বাকি তিনজন অন্য জেলার। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- নাটোর জেলার হায়দার হোসেন (৫৫), বগুড়া সারিয়াকান্দির আসাদুল (৪৭), জয়পুরহাট জেলার গোলাম রব্বানী (৫২), দিনাজপুর জেলার মোজাম্মেল হক (৫৫) এবং বগুড়া গাবতলী উপজেলার দুলু মিয়া (৬৮)। এদের মধ্যে হায়দার ও আসাদুল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে, গোলাম রব্বানী সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে, মোজ্জামেল হক টিএমএসএস হাসপাতালে এবং দুলু মিয়া গাবতলীতে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন শনিবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যুর তথ্য দিয়ে বলেন, বৈশ্বিক ওই ভাইরাসে জেলায় নতুন করে আরও ৯৭ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল কর্তৃপক্ষ করোনা উপসর্গ নিয়ে দুটি হাসপাতালে চিকিৎসাধীন ৮ জনের মৃত্যুর কথা জানিয়েছেন।
ডা: তুহিন জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় আরও ৩২৮টি নমুনা পরীক্ষায় ৯৭জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৯ দশমিক ৫৭ শতাংশ।
তিনি জানান, শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমন মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৭৩জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৬ নমুনায় ২৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
ডা. তুহিন জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৫ হাজার ৫২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৫০ জন এবং ৪৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১ হাজার ৬১৪ জন চিকিৎসাধীন আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ