Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা পরিস্থিতির অবনতিতে বিএনপি ‘হেলথ সেন্টার’ করবে সিলেটে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ৩:৪৫ পিএম

করোনাভাইরাস পরিস্থিতির অবনতিতে দেশের প্রতিটি জেলায় নিজস্ব উদ্যোগে ‘হেলথ সেন্টার’ গঠনের কথা জানিয়েছে বিএনপি। এরকম সেন্টার গঠন করা হবে সিলেটেও। ইতোমধ্যে এ সংক্রান্ত কেন্দ্রীয় চিঠি এসে পৌঁছেছে সিলেট জেলা বিএনপির দায়িত্বশীলদের কাছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার। তিনি বলেন, ‘গতকাল বৃহস্পতিবার কেন্দ্রের আমরা চিঠি পেয়েছি। ড্যাবের (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সাথে সমন্বয় করে আমরা কমিটি গঠন করবো। কেন্দ্রের নির্দেশনার আলোকে আলোচনা করে ঠিক করা হবে পরবর্তী করণীয় ।’ জানা গেছে, বিএনপির পরিকল্পনা, এসব সেন্টারে প্রয়োজনীয় ওষুধসামগ্রী রাখা, অক্সিজেনের ব্যবস্থা করা। বিশেষ করে করোনাক্রান্তদের সহায়তায় এই সেন্টার থেকে কাজ করা হবে। এছাড়া সচেতনতামূলক কার্যক্রম থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ