Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মমেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৪ জন

বিশেষ সংবাদদাতা ও ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ২:৫২ পিএম | আপডেট : ২:৫৮ পিএম, ৯ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল(মমেক)এর করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের মধ্যে ছয়জন করোনা ভাইরাসের সংক্রমণে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যান এবং আটজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।শুক্রবার (০৯ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

তিনি জানিয়েছেন বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন সদর উপজেলার শহীদুল ইসলাম (৪৫), মফিজুর রহমান (৬৫), ঈশ্বরগঞ্জ উপজেলার মোজাম্মেল হক (৬০), গফরগাঁওয়ের সিরাজুল ইসলাম (৮০), নেত্রকোনা সদরের সাহেরা খাতুন ও পূর্বধলা উপজেলার আব্দুল মতিন (৬৮)।

এ ছাড়াও যারা উপসর্গ নিয়ে মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের আব্দুল জলিল (৬০), মোখলেছুর রহমান (৬৫), মীর জান (৮০), গফরগাঁও উপজেলার কুলসুম (৫৫), ভালুকার আলি নেওয়াজ (৫৫), টাঙ্গাইলের আব্দুল জলিল (৫৬), শেরপুর সদরের আব্দুস সামাদ (৬৫) ও ঝিনাইগাতি উপজেলার জসতিয়া রানী (৪০)।

ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৬৯ জনের নমুনা পরীক্ষা করে ১৮৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৭ দশমিক ৯৫ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

করোনা ইউনিটে বুধবার সকাল ১০টা পর্যন্ত ভর্তি আছেন ৩৮৬ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২০ জন। নতুন ভর্তি হয়েছেন ৫১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেগেছেন ৪৪ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ