Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন রুখতে ঐক্যমত ইরান, রাশিয়া ও তুরস্ক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ৮:৪৯ এএম

ইহুদীবাদী রাষ্ট্র ইসরাইলি আগ্রাসন ও উগ্রবাদ নির্মূলে সিরিয়ায় সহযোগিতার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে ইরান, রাশিয়া ও তুরস্ক। কাজাখিস্তানের রাজধানী নুর সুলতানে ১৬তম দফার বৈঠকে তিন দেশই আবারো বলেছে, তারা সিরিয়া থেকে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলতে বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।

কাজাখিস্তানের রাজধানী নুর সুলতানে সিরিয়া নিয়ে ১৬তম দফার বৈঠকে তিন দেশই বলেছে, তারা সিরিয়া থেকে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলতে বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।খবর আল জাজিরা ও ডেইলি সাবাহর।

গত বছরের ডিসেম্বারে সিরিয়া বিষয়ক প্রথম আলোচনা শুরুর সময় কাজাখস্তানের রাজধানীর নাম ছিল আস্তানা।

পরবর্তীতে শহরটির নাম পরিবর্তন করে নুর সুলতান রাখা হয়। এ কারণে তিন দেশের এই আলোচনা প্রক্রিয়াটি এখনও 'আস্তানা আলোচনা' নামেই বেশি পরিচিত।

এই তিন দেশ বৃহস্পতিবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে আরও বলেছে, সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএস বা দায়েশসহ অন্য সন্ত্রাসী গোষ্ঠীর মূল উৎপাটন করতে হবে।এ কারণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।

বিবৃতিতে তিন দেশই সিরিয়ার ইদলিবে স্থিতিশীলতা রক্ষা এবং সব চুক্তি পুরোপুরি বাস্তবায়নের ওপর জোর দিয়েছে। এসব দেশ সিরিয়ার ইউফ্রেটিস নদীর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার পরিকল্পনারও বিরোধিতা করেছে।

ইরান, রাশিয়া ও তুরস্ক ঐ বিবৃতিতে আরও বলেছে, তারা সিরিয়ার তেলসহ কোনো সম্পদ লুট, বিক্রি ও স্থানান্তরের বিরোধী। সিরিয়ার সম্পদ কেউ নিয়ে যেতে পারে না।

সিরিয়ার ভূখণ্ডে ইসরাইলি হামলা বন্ধের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে বিবৃতিতে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সিরিয়ায় মাঝে মধ্যেই হামলা চালাচ্ছে দখলদার ইসরাইল।

এ ধরণের তৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে। চলতি ২০২১ সালের শেষের দিকে পরবর্তী দফা আস্তানা আলোচনা অনুষ্ঠিত হবে।



 

Show all comments
  • Md Safayet MAhmud ৯ জুলাই, ২০২১, ১১:৩২ এএম says : 0
    সব মুসলিম দেশ সব ভেদাভেদ ভুলে এক থাকলে কেউ একটা মুসলিম এর উপর হাত দেয়ার সাহস পাবে না
    Total Reply(0) Reply
  • Khokan Ahmed ৯ জুলাই, ২০২১, ২:২৬ পিএম says : 0
    পাকিস্তান কোথায়?
    Total Reply(0) Reply
  • MD Rubel ৯ জুলাই, ২০২১, ২:২৬ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ
    Total Reply(0) Reply
  • Ripon Hossain ৯ জুলাই, ২০২১, ২:২৭ পিএম says : 0
    Good job.
    Total Reply(0) Reply
  • Dadhack ৯ জুলাই, ২০২১, ৬:১৪ পিএম says : 0
    রাশিয়া-ইরান সন্ত্রাসী জঙ্গী ইবলিশ গুলো আমাদের মুসলমান ভাই বোনদের কে হত্যা করেছে এবং তাদের বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে তারাই নাকি জঙ্গি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ