মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরান শিগগিরই ২০ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ধাতব বা ‘সিলিকন ফুয়েল প্লেট’ তৈরি করবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি। তিনি বলেছেন, এখন থেকে নয় দিন আগে এ বিষয়টি আইএইএ’কে জানানো হয়েছে এবং সেদিন থেকেই এ সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে।
গরিবাবাদি বলেন, এই ফুয়েল প্লেট সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে তেহরানের পরীক্ষামূলক রিঅ্যাক্টরে কাজে লাগানো হবে।
ইরান আইএইএ’কে বিষয়টি জানানোর পর ওই সংস্থার পক্ষ থেকে তা একটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করা হয়।এর পরপরই গরিবাবাদি মঙ্গলবার এ সংক্রান্ত ঘোষণা দেন। তিনি বলেন, সিলিকন ফুয়েল হচ্ছে অত্যাধুনিক পরমাণু জ্বালানি যা উৎপাদনের প্রযুক্তি বিশ্বের হাতে গোনা মাত্র কয়েকটি দেশ রপ্ত করেছে।
ইরানের এই কূটনীতিক জানান, প্রায় তিন মাস আগে প্রাকৃতিক ইউরেনিয়াম দিয়ে এই প্লেট তৈরি করার গবেষণা শুরু হয়।প্রাথমিক পর্যায়ে শতকরা ২০ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে একটি সিলিকন ফুয়েল প্লেট উৎপাদন করা হবে।
গরিবাবাদি বলেন, নতুন এই পারমাণবিক জ্বালানী রেডিও অ্যাকটিভ ওষুধের গুণগত মান ও পরিমাণ উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি করতে সহায়ক হবে। সেইসঙ্গে পারমাণবিক প্রযুক্তি আয়ত্ব করে তা কাজে লাগানোর ক্ষেত্রে ইরান বিশ্বের উন্নত দেশগুলোর কাতারে সামিল হবে।
কাজেম গরিবাবাদি এ ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা আগে আইএইএ’র বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, “তেহরানের পরীক্ষামূলক পরমাণু চুল্লিতে ব্যবহার করার জন্য ইরান শতকরা ২০ ভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে ধাতব প্লেট তৈরি করবে বলে আইএইএ’কে জানিয়েছে।”
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।