Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে প্রবাসী ফরিদ মিয়ার মৃত্যু

স্বজনদের বাড়িতে চলছে মাতাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ২:১৬ পিএম

সম্প্রতি প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী কর্মী মো.ফরিদ মিয়া মারা গেছে। মালয়েশিয়ার সেলাঙ্গরস্থ সেরডাং সেরিকেমবাং হাসপাতালের মর্গে তার লাশ রয়েছে। আজ কুয়ালালামপুর থেকে জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়ার শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুল এ বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত প্রবাসী ফরিদ মিয়ার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কাকাউশ গ্রামে। তার পিতার নাম খুরশেদ মিয়া। তার স্ত্রী রুনা আক্তার মেয়ে খাদেজা খানম মীম ও ছেলে নিছাম আহমেদ ফরিদ মিয়ার মৃত্যুতে কান্নাকাটি করে প্রায় অসুস্থ হয়ে পড়েছে। প্রবাসী শ্রমিক নেতা নাজমুল ইসলাম বাবুল জানান, মালয়েশিয়া সরকারের বিধি অনুযায়ী করোনায় মৃত ব্যক্তিদের লাশ স্থানীয় ভাবেই দাফন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ