Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাইভে এসে ডাইভ, নদীতে তলিয়ে গেলো কলেজছাত্র

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ২:০২ পিএম

বন্ধুদের সঙ্গে বাজি ধরে নাটোরের নলডাঙ্গায় নদীতে ডাইভ দিতে গিয়ে তলিয়ে গেল ইমন আলী নামে এক কলেজ ছাত্র। এ ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ইমনের।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনাকালীন চলা একটি ভিডিও লাইভ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর পাওয়ার পর নলডাঙ্গা থানা পুলিশ অনুসন্ধান চালিয়েও উদ্ধার করতে পারেনি কলেজ ছাত্র ইমনকে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, উপজেলার হলুদঘর এলাকার সিরাজুল ইসলামের ছেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন বারনই নদীতে এলাকার বিভিন্ন বয়সী মানুষের সাথে নদীতে ডাইভ দিতে যায়। এক পর্যায়ে ডাইভ দেয়ার সাথে সাথেই অচেতন অবস্থায় প্রথমে ভেসে উঠে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ