Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে করোনার তান্ডবে ৯ জনের মৃত্যু একদিনে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ১:১৯ পিএম

বেপরোয়া রূপে ছোবল মারছে করোনা সিলেটে। প্রতিদিন অতীতের রেকর্ড ভেঙ্গে নতুন সংখ্যা তুলে ধরছে করোনা ভয়াবহতার। আজ বুধবার সর্বোচ্চ মৃত্যু দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় সিলেটে মৃত্যু হয়েছে আরও ৯ জনের। সেই সাথে করোনা সনাক্ত হয়েছে আরও ৩৬২ জনের। এর আগে গত সোমবার (৫ জুলাই) করোনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছিল সিলেটে। এদিকে সিলেটের হাসপাতালগুলোতে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর চাপ। আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। সিলেটের হাসপাতালে খালি নেই আইসিইউ শয্যা। রোগীকে বাঁচাতে তাদের স্বজনরা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন। আইসিইউর জন্য। করোনায় মৃত্যু হওয়া ৯ জনের মধ্যে ৭ জন সিলেটের। সেই সাথে সনাক্ত হওয়া ৩৬২ জনের মধ্যে ১৬৫ জন রয়েছেন সিলেটের। আর একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়েছেন ১২৫ জন। গত বছরের মার্চ থেকে এ বছরের ৭ জুলাই পর্যন্তবিভাগে করোনায় মৃত্যু হয়েছে ৫০২ জনের। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট। সিলেটে করোনায় মৃত্যু হয়েছে ৪০৭ জনের। এছাড়া সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ২২ জন ও ৩৮ জন রয়েছেন মৌলভীবাজারের। বুধবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগে প্রাণহানী হয়েছে ৯ জনের । এরমধ্যে সিলেটের ৭ জন, সুনামগঞ্জের ১ জন, আরও ১ জনের প্রাণহানী হয় মৌলভীবাজারের। গত ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৬২ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট ১৬৫, সুনামগঞ্জে ২৪ জন, হবিগঞ্জে ৩১ জন, ৯৪ জন মৌলভীবাজারে ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৮ জনের সনাক্ত হয়েছে করোনা। নতুন এই ৩৬২ জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭১৬ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২৭৬ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৫৭ জন, হবিগঞ্জে ২ হাজার ৯৫১ জন ও ৩ হাজার ৩৩২ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন মৌলভীবাজারে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১২৫ জন। এরমধ্যে সিলেট ১১৪ জন, সুনামগঞ্জের ১০ জন, ১ জন রয়েছেন হবিগঞ্জের। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৩৪২ জন। এর মধ্যে সিলেট ১৬ হাজার ৬১৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৫৮ জন, হবিগঞ্জে ২ হাজার ১১৮ জন ও ২ হাজার ৭৫০ জন সুস্থ হয়েছেন মৌলভীবাজারে ।


গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেটের ১৮ জন, সুনামগঞ্জের ৯ জন, ১ জন রয়েছেন হবিগঞ্জের। সবিমিলিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৯২ জন রয়েছেন চিকিৎসাধীন। এরমধ্যে সিলেট ৪৪৪ জন, সুনামগঞ্জে ২৩ জন, হবিগঞ্জে ৭ জন ও আরও ১৮ জন মৌলভীবাজারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ