প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বহু বিতর্কের সম্মুখীন হয়েছে ‘ইন্ডিয়ান আইডল ১২’ নম্বর সিজন । কখনো প্রতিযোগীদের নিয়ে, তো কখনো বিচারকদের আসনে বসা খ্যাতনামা গায়ক গায়িকাদের নিয়ে। তবে এসবকে সঙ্গী করে আপাতত শেষের পথে এই সিজন। গ্র্যান্ড ফাইনালে-র জন্য অধীরে অপেক্ষা করে রয়েছেন সকলে।
তবে ফাইনালের আগেই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আদিত্য নারায়ণ জানান, 'অবশেষে আমরা মুম্বাইতে নিজেদের সেটে ফিরতে পারছি। যেটা একটা বড় সুবিধা। কিছু বাধা এখনও রয়েছে। রয়েছে বিভিন্ন সীমাবদ্ধতাও। তবুও দর্শকদের জন্য ধামাকেদার ফাইনালের পরিকল্পনা করেছি আমরা। সমস্ত বিচারকরা উপস্থিত থাকবেন গ্র্যান্ড ফাইনালের দিন। থাকবেন সংগীত জগতের বিশিষ্টরাও।'
অর্থাৎ ভালোবাসা ও ইতিবাচক মনোভাবের সঙ্গে ইন্ডিয়ান আইডলের ১২ নম্বর সিজন শেষ করতে চান সঞ্চালক আদিত্য নারায়ণ। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, আর চারটি এপিসোডের পরেই গ্র্যান্ড ফিনালে হওয়ার পরিকল্পনা রয়েছে ইন্ডিয়ান আইডলের।
তবে কিছু ব্যতিক্রম থাকলেও প্রতিযোগীদের গানে টিআরপির তালিকায় নিজের স্থান করে নিয়েছে ‘ইন্ডিয়ান আইডল ১২’। আপাতত ফাইনালের অপেক্ষায় দর্শকেরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।