বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কাপাসিয়া উপজেলায় মধ্যরাতে বাল্য বিয়ের আয়োজন করায় ১০ হাজার টাকা জরিমানা দিলেন কনের পিতা।
উপজেলা সদর ইউনিয়নের কলেজ রোড এলাকায় চলমান লকডাউনের মধ্যেই বাল্যবিবাহের আয়োজন করেছিলেন কনের পিতা।
শুক্রবার (০২ জুলাই) মধ্যরাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা : ইসমাত আরা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উভয় পক্ষ থেকে মুচলেকা নিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইসমাত আরা বলেন, কাপাসিয়া সদরে ইউনিয়নের কলেজ রোডের বাসায় মো: রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি শুক্রবার রাতে তার মেয়ের বাল্যবিবাহের আয়োজন করেন। এমন খবর পেয়ে আমরা সেখানে যাই। পরে খবরের সত্যতা মিললে বাল্যবিবাহ বন্ধ করে সেখানে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
লকডাউনে সরকার কর্তৃক নির্দেশনা অমান্য করে বাল্যবিবাহের আয়োজন করায় মেয়ের বাবা মো: রফিকুল ইসলামকে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিয়ে না দেওয়ার জন্য মেয়ে পক্ষ ও ছেলে পক্ষ থেকে মুচলেকাও নেওয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।