Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবে ১৪টি মামলায় ১৪ হাজার ৭৫০ টাকা জরিমানা

মতলব(চাঁদপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২১, ৭:৩৫ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শনিবার পৃথক অভিযানে লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও বিনা কারণে ঘুরাফেরার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৪টি মামলায় ১৪ হাজার ৭‘শত ৫০ টাকা জরিমানা করেছেন। উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিবা শাপলা পৃথক ভাবে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।

জানা যায়,লকডাউনের তৃতীয় দিন শনিবার উপজেলার শ্রীরায়ের গজরা বাজার,রাঢ়ীকান্দি, নবুরকান্দি, নাউরী বাজার,নতুন বাজার, আমিরাবাদ বাজার, জনতা বাজার, মতলব সেতুসহ বিভিন্ন স্থানে বিধি নিষেধ মানাতে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন ফয়সাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিবা শাপলা, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহাজাহান কামাল অভিযান চালান। এ সময় লকডাউন ও বিধিনিষেধ অমান্য করায় ১৪টি মামলায় ১৪ হাজার ৭‘শত ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় শুধু প্রশানের ওপর বসে থাকলে চলবে না। সমাজের সচেতন মানুষদেরও এগিয়ে আসতে হবে। করোনা সংক্রমণের হার কমাতে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানেই থাকবে। এ সময়টাতে সবাইকে ঘরেই থাকতে হবে। বিনা কারণে কেউ ঘরের বাইরে আসবেননা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ