Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের টিকা নিয়ে মিলার বললেন- এটা সূচনামাত্র

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২১, ৮:৩৯ এএম

যুক্তরাষ্ট্রের টিকা পৌঁছানোর ঘণ্টা খানেকের মধ্যে ঢাকায় পৌঁছালো চীন থেকে কেনা সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা। রাত সাড়ে ১১টার দিকে বৈশ্বিক টিকা সরবরাহ কর্মসূচি কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্রের ২৫ লাখ ডোজ টিকার প্রথম চালান হিসেবে মডার্নার ১২ লাখ টিকা ঢাকায় পৌঁছায়। টিকা পৌঁছার ওই শুভলগ্নে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বিমানবন্দরে উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের পাঠানো মডার্নার টিকা বিমানবন্দরে হস্তান্তর অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, বাংলাদেশে নিরাপদ টিকার প্রয়োজনীয়তা এবং যত দ্রুত সম্ভব তা পৌঁছানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ওয়াকিবহাল। এটা ( মডার্নার চালান) কেবল সূচনামাত্র।

যুক্তরাষ্ট্রের টিকা হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরপরই চীনের সিনোফার্মের কাছ থেকে কেনা টিকাবহনকারী ফ্লাইটটি অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, রাত পৌনে ১টার দিকে টিকা বহনকারী বাংলাদেশ বিমানের স্পেশাল কার্গো
ফ্লাইটটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। আগে এক ফেসবুক বার্তায় ঢাকায় নিযুক্ত চীনের উপ-রাষ্ট্রদূত হাউলং ইয়ান বলেন, স্থানীয় সময় শুক্রবার রাত ৮.৩০ মিনিটে বেইজিং থেকে টিকাবহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্য নিরাপদ যাত্রা করেছে।

রাত ১টার দিকে তা ঢাকা পৌঁছাবে। উপ-রাষ্ট্রদূত টিকা পরিবহনের একটি ভিডিও শেয়ার করেন। শুক্রবার সিনোফার্ম থেকে বাংলাদেশে পাঠানোর জন্য ২০ লাখ ডোজ টিকা প্রস্তুত বলে জানিয়ে পৃথক বার্তায় মিস্টার ইয়ান লিখেন- ‘মহামারিটির নতুন তরঙ্গের বিরুদ্ধে লড়াইয়ে চীন আমাদের বাংলাদেশি বন্ধুদের পাশে দাঁড়িয়েছে।’
তারও আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, সব জটিলতার অবসান হয়েছে। বাংলাদেশ চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কিনেছে। জুলাই এর প্রথম সপ্তাহ থেকে ওই টিকা ঢাকায় আসা শুরু হবে। আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে মোট দেড় কোটি টিকা পাওয়ার আশা করছে ঢাকা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিলা

২২ আগস্ট, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ