Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

এমসিইউ’র ‘শি-হাল্ক’-এ সুপারভিলেন জামিলা জামিল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২১, ১২:০৭ এএম

অনেক দিন ধরেই জল্পনাকল্পনা চলছিল মারভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ‘শি-হাল্ক’ ফিল্মে সুপারভিলেন টাটিয়ানার ভূমিকায় অভিনয় করবেন জামিলা জামিল। অবশেষে অভিনেত্রী সামাজিক মাধ্যমে এমসিইউতে যোগ দেবার ঘোষণা দিয়েছেন। ৩৫ বছর বয়সী অভিনেত্রী জানিয়েছেন ডিজনি প্লাসের টেলিভিশন সিরিজে তিনি যোগ দিচ্ছেন। “আমি এ কথা বলছি বিশ্বাস হচ্ছে না.. তবে ভিডিওতে লেখা বাক্যটি পড়ুন যেটির ব্যাকগ্রাউন্ডে সারভাইভারের ‘আই অফ দ্য টাইগার’ গানটি চলছে,” ভিডিও বার্তায় জামিলা বলেন। এর পরপরই একটি অ্যাকশন কোরিওগ্রাফির দৃশ্য যোগ করা হয়েছে। এরপর তিনি বলেন : “এমসিইউতে যুদ্ধ লড়ে এগিয়ে যাচ্ছি, ২০২২ সালে আসছে ‘শি-হাল্ক।” ১৯৮৪ সালে প্রকাশিত লেখক জিম শুটার এবং শিল্পী মাইক যেকের ‘সিক্রেট ওয়ার্স নাম্বার থ্রি’ কমিকে টাটিয়ানা চরিত্রটির অভিষেক হয়েছিল। অন্য এক গ্রহে টাটিয়ানা সুপারভিলেন ক্ষমতা অর্জন করে। একসময় সে শি-হাল্কের শত্রুতে পরিণত হয়। কানাডীয় এমি জয়ী টাটিয়ানা মাসলানি ডিজনিপ্লাসের সিরিজটিতে কেন্দ্রীয় ভূমিকায় (জেনিফার ওয়াল্টার্স/শি-হাল্ক) অভিনয় করবেন। পেশাগতভাবে আইনজীবী জেনিফার মূল হাল্ক ব্রুস ব্যানারের জ্ঞাতি বোন। হাল্কের সঙ্গে তার অমিল হল- হাল্কে পরিণত হলে তার বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্ব বজায় থাকে। সিরিজের পাইলট (পরীক্ষামূলক) পর্ব ক্যাট কোরিও এবং কাহিনী লিখবেন ‘রিক অ্যান্ড মর্টি’র জন্য এমি জয়ী জেসিকা গাও। মারভেল সিনেমাটিক ইউনিভার্সে হাল্ক/ব্রুস ব্যানার অভিনেতা মার্ক রাফেলো সিরিজটিতে অভিনয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন। ‘শি-হাল্ক’-এর প্রচার শুরু হবে ২০২২ সালে। জামিলা জামিল (৩৫) পাকিস্তানি বংশোদ্ভূত আলি জামিল এবং পাকিস্তানি-ব্রিটিশ শিরিন জামিলের সন্তান। চ্যানেল ফোর টেলিভিশনে তার পেশাগত যাত্রার শুরু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ