Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কঙ্গনাকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে : উর্মিলা মাতন্দকার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

অভিনয় থেকে রাজনীতিতে আগত উর্মিলা মাতন্দকার জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানৌতের সঙ্গে বাকযুদ্ধে নামার কোনও আগ্রহ নেই তার। উর্মিলা স¤প্রতি শিব সেনায় যোগ দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন কঙ্গনার যতটা গুরুত্ব পাওয়া প্রয়োজন তার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। উর্মিলা জানিয়েছেন শিব সেনার নারী শাখা খুব শক্তিশালী আর তিনি তাতে কাজ করতে চান। এইতো কিছুদিন আগে কঙ্গনা উর্মিলাকে ‘সফট পর্ন স্টার’ বলে কটাক্ষ করেছিলেন, তার প্রতিক্রিয়ায় উর্মিলা জানিয়েছিলেন তার রাজনৈতিক অবস্থান হয়েছে বলে তিনি তাকে জবাব দেবেন এমন কথা নেই। “আমি অবশ্যই তার সঙ্গে কোনও বাকযুদ্ধে জড়াব না। আমি তার ভক্ত নই, আর আমি মনে করি তার যোগ্যতা অনুযায়ী তার যতটা গুরুত্ব পাওয়া উচিত তার চেয়ে বেশি আমরা তাকে নিয়ে কথা বলছি। আমরা গণতান্ত্রিক দেশে বাস করি তাই প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে, তাই যা ইচ্ছা হয় তাই বলা যেতে পারে,” উর্মিলা বলেন। কয়েকমাস আগে একটি সংবাদ চ্যানেলে এক সাক্ষাতকারে উর্মিলাকে ‘ড্রাগ মাফিয়া’ এবং ‘সফট পর্ন স্টার’ বলে কটাক্ষ করেন। ২০১৬তে উর্মিলা কাশ্মীরের মুসলমান ব্যবসায়ী মোহসিন আখতার মীরকে বিয়ে করেন। সেসময় সংবাদে প্রকাশিত হয় তিনি ইসলাম গ্রহণ করে নাম বদলে মারিয়াম আখতার মীর হয়েছেন। পরে তিনি তা অস্বীকার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ