Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

১২ বছর পর অভিনয়ে ফিরছেন শর্মিলা ঠাকুর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০২২, ১২:০১ এএম

‘ব্রেক কে বাদ’ মুক্তি পাবার ১২ বছর পর ফের শুটিং ফ্লোরে পা রেখেছেন ১৯৮০ দশকের বলিউড কাঁপানো অভিনেত্রী শর্মিলা ঠাকুর। পরিচালক রাহুল চিত্তেলার নির্দেশনায় বলিউডে ফিরছেন শর্মিলা। ফিল্মের নাম ‘গুলমোহর’। শর্মিলা ঠাকুরের সঙ্গে এই ফিল্মে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের বিভিন্ন তারকাদের। মনোজ বাজপেয়ী, অমল পালেকরের মতো তারকারা অভিনয় করেছেন এই ফ্যামিলি ড্রামাতে। এছাড়াও রয়েছেন ‘লাইফ অফ পাই’ খ্যাত অভিনেতা সুরজ শর্মা এবং সিমরান ঋষি বাগগা । অগাস্ট মাসেই দর্শকদের সামনে আসবে ফিল্মটি। তবে, মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। ডিজনিপ্লাস এবং হটস্টার-এর দর্শকরা এই ছবি দেখার সুযোগ পাবেন। শর্মিলার প্রত্যাবর্তন ফিল্ম ‘গুলমোহর’ মুক্তির নির্দিষ্ট দিন এখনও জানা যায়নি। সিনেমার প্রেক্ষাপট কেমন হবে সেই বিষয়টি ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে। বাত্রা পরিবারের অন্দরের কাহিনী নিয়েই সিনেমার গল্প লিখেছেন পরিচালক নিজেই। লম্বা ব্রেকের পর এই ধরণের ফ্যামিলি ড্রামায় কাজের সুযোগ পেয়ে খুব খুশি হয়েছেন শর্মিলা। ঘরে বসে পারফেক্ট ফ্যামিলি ড্রামা এনজয় করার জন্য এটি আদর্শ ছবি বলে মনে করেন তিনি। অন্যদিকে এই ফিল্মের কাজ করার অনেকগুলো কারণ আছে বলে জানান অভিনেতা মনোজ বাজপেয়ী। বাস্তবভিত্তিক বলে এবং শর্মিলা ঠাকুরের মতো একজন উঁচু মাপের অভিনেত্রীর সঙ্গে কাজের সুযোগ পাওয়া-এই দুটি কারণেই পরিচালকের প্রস্তাবে রাজি হয়ে যায় তিনি। ‘শোর সে সুরাত’ এবং ‘আজাদ’-এর মতো ফিল্মে কাজে যুক্ত ছিলেন পরিচালক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১২ বছর পর অভিনয়ে ফিরছেন শর্মিলা ঠাকুর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ