Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় মিলা হোসেন

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রায় দুই বছর পর দেশে ফিরেছেন মডেল-অভিনেত্রী মিলা হোসেন। ২০১৪ সালের ডিসেম্বর মিলা ঢাকা এসেছিলেন। সে সময় তিনি নুজহাত আলভী আহমেদ’র নির্দেশনায় নোবেল ও সজলের বিপরীতে ‘তারপর নদী’ এবং দীপান্বিতা ইতির রচনায় ‘পুনশ্চঃ ভালোবাসা’ ‘নাটকে অভিনয় করেছিলেন। এবারের ঈদে তাকে দুয়েকটি নাটকে দেখা যাবে বলে জানান তিনি। মিলা বলেন, ‘অনেক দিন পর এবার কোরবানির ঈদ ঢাকায় করব আশা রাখছি। পাশাপাশি দুয়েকটি নাটকেও অভিনয় করব। তবে কাজ বেশি করার ইচ্ছে নেই। পরিবার আর বন্ধ-বান্ধবদেরই বেশি সময় দেয়ার চেষ্টা করব। কারণ আমেরিকাতে নিজেকে নিয়ে অনেক বেশি ব্যস্ত সময় কাটাই। নিজেকেই সময় দিতে পারি না। এবার একটু নিজেকে সময় দিতে চাই।’ মিলা জানান, এবার তার সঙ্গে তার স্বামী জাকারিয়া মাসুদ জিকোও এসেছেন। জাকারিয়া মাসুদ জিকো আমেরিকা থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা ‘আজকাল’র প্রধান সম্পাদক ও প্রকাশক। মিলা হোসেন ২০১৩ সালে সর্বশেষ রানা মাসুদের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। মানিকগঞ্জের মেয়ে হরিরামপুর থানার মেয়ে মিলা হোসেনের দাদা শাকিল উদ্দিন মজুমদার ঢাকার আজিমপুরের প্রখ্যাত একজন চেয়ারম্যান ছিলেন। যে কারণে আজিমপুরের চেয়ারম্যান বাড়ির কন্যা হিসেবেই তিনি এই এলাকায় এখনো বেশ পরিচিত। যদিও এখন তার স্থায়ী আবাসস্থল নিউইয়র্ক কিন্তু সাধারণ মানুষের কাছে এখনো তিনি সেই মিলা হোসেন যে মিলা হোসেনকে সবাই চিনেন জানেন একজন মডেল ও অভিনেত্রী হিসেবে। মিলা নিজেকে একজন সাধারণ মানুষ মনে করেন সবসময়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকায় মিলা হোসেন

২২ আগস্ট, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ