Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কয়েক মাসে দুবাইয়ে শত শত মানুষের ইসলাম গ্রহণ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ৯:৫৭ এএম

বর্তমান বিশ্বে প্রতিদিন নতুন করে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছেন। ইউরোপ-আমেরিকার পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও এই ধারা অব্যাহত রয়েছে।

শান্তির ধর্ম ইসলাম। এ ধর্মের বিশ্বাস অনুসারে, প্রথম মানব আদম হতে শুরু করে আল্লাহ্ প্রেরিত সকল নবী-রাসুলই ইসলামের বাণীই প্রচার করে গেছেন। যুগে যুগে বহু মানুষ ভিন্ন ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছেন।

তেমনই আরব আমিরাতে ছয় মাসে দুই হাজারের বেশি লোক ইসলাম গ্রহণ করেছেন। ইসলামের শিক্ষায় আকৃষ্ট হয়ে দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকরা মুসলিম হন। দুবাই ভিত্তিক সংস্থা মুহাম্মদ বিন রাশিদ সেন্টার ফর ইসলামিক কালচারাল চলতি বছরের এক পরিসংখ্যানে এ তথ্য জানায়।

আমিরাতের সরকারি পরিসংখ্যানে মতে ২০২১ সালের শুরু থেকে জুন মাস পর্যন্ত ২০২৭ জন ইসলামিক সেন্টারে ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমা শাহাদাহ পাঠ করেছেন। দুবাইয়ে অবস্থিত ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল এক্টিভিটিজ (আইএসিএডি)-এর তত্ত্বাবধানে নওমুসলিমদের ইসলামের উদার মনোভাব শিক্ষা দেয়া হয়। এছাড়াও তাদেরকে ইসলামিক সেন্টারের পৃষ্ঠপোষকতায় সমাজ, শিক্ষা ও ধর্মীয় সহায়তা প্রদান করা হয়। নওমুসলিমদের ইসলামের শিক্ষা, সংস্কৃতি ও উদার মনোভাবের প্রসারে কাজ করে থাকে দুবাই ভিত্তিক এই সংস্থাটি। এ ছাড়াও ইসলামের মূল শিক্ষা সম্পর্কে জানতে আগ্রহী ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে বিভিন্ন আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেন্টার ফর ইসলামিক কালচারাল-এর পরিচালক হিন্দ মুহাম্মদ লুতাহ বলেন, ‌‌ইসলামিক কালচারাল সেন্টার দুবাইয়ে বসবাসকারী সব সম্প্রদায়ের মধ্যে সচেতনতা তৈরি করতে ইসলামী মূল্যবোধ প্রসারে কাজ করে। এক্ষেত্রে সব ধরনের প্রযুক্তিগত সুবিধার ব্যবহার করা হয়। নিউ মুসলিম ওয়েলফেয়ার সেকশনের প্রধান হানা আল জাল্লাফ জানান, ইসলামিক সেন্টার উন্নত কর্মপন্থার আলোকে ইসলামী সংস্কৃতি, মধ্যপন্থা ও সহনশীলতার মূল্যবোধ প্রচার করে। আর এই সেন্টারের প্রশিক্ষণের কারণে দুবাইয়ের দুই হাজার বাসিন্দা ইসলামে দীক্ষিত হয়েছেন।

সূত্র : খালিজ টাইমস



 

Show all comments
  • প্রবাসী-একজন ২ জুলাই, ২০২১, ১২:২৭ পিএম says : 0
    খবরটি সত্যি হলে আনন্দের কথা; তবে আমার বন্ধু-বান্ধব এবং আত্মীয়স্বজন যারা আরব আমিরাতে থাকেন, তাদের মাধ্যমে যতদূর জানতে পেরেছে, তাতে মনে হয় পাশ্চাত্যের অমুসলিম সংস্কৃতি আর বিলাসিতা মহাসমুদ্র পাড়ি দিয়ে মহাসমারোহে আরব-আমিরাতে ব্যপকভাবে পৌঁছে গিয়েছে। মহান আল্লাহ মুমিনদের হেফাজত করুন।
    Total Reply(0) Reply
  • Imam Hossain ২ জুলাই, ২০২১, ১২:৫২ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ
    Total Reply(0) Reply
  • Shahinur Islam ২ জুলাই, ২০২১, ১২:৫২ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ ইসলামের বিজয় অর্জন হবেই।
    Total Reply(0) Reply
  • মিরাজ আলী ২ জুলাই, ২০২১, ৬:৩৪ পিএম says : 0
    মহান আল্লাহ তাদের হেদায়েতের ওপর অটুট রাখুন। আমিন
    Total Reply(0) Reply
  • নূরুজ্জামান নূর ২ জুলাই, ২০২১, ৬:৩৪ পিএম says : 0
    ইসলামের আলো ছড়িয়ে পড়ুক বিশ্বব্যাপী
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুবাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ