চরিত্র মানুষের শ্রেষ্ঠতম অলঙ্কার
সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত- মানবজাতি। এ শ্রেষ্ঠত্ব মানুষ তার চরিত্র দিয়ে অর্জন করে নেয়।
প্রঃ তায়াম্মুমের সুন্নত কি কি?
উঃ ১. বিসমিল্লাহ বলা। ২. তারতীব ঠিক রাখা। ৩. বিরতি না দেয়া। ৪. মাটিতে হাত রেখে সামনে ও পিছনের দিকে টেনে নেয়া। ৫. হাত ঝাড়া দেয়া। ৬. মাটিতে হাত রাখার সময় আঙ্গুলগুলো খোলা রাখা।
প্রঃ তায়াম্মুম ভঙ্গের কারণগুলো কি?
উঃ যে সকল কারণে ওযু ভঙ্গ হয় সে সকল কারণেই তায়াম্মুম ভঙ্গ হয়। এ ছাড়া তায়াম্মুম অবস্থায় পানি পাওয়া গেলে অথবা পানি ব্যবহারে সক্ষমতা ফিরে এলে তায়াম্মুম ভঙ্গ হবে।
প্রঃ নামাজ কখন ফরয হয়?
উঃ নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মদীনা হিজরতের বছর খানেক পূর্বে রজব মাসের ২৭ তারিখ আল্লাহর সান্নিধ্যে লাভের জন্যে (মি’রাজ) ঊর্ধ্বজগত তথা সাত আকাশ ভ্রমণ, পূর্ববর্তী নবীগণের সাথে সাক্ষাৎ, বেহেস্ত ও দোযখের নমুনা প্রত্যক্ষ করা, সিদরাতুল মুনতাহা এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামীনের সঙ্গে কথা বলার সৌভাগ্য লাভ করেন। এ সময় তার উম্মতের জন্য প্রথমে দৈনিক পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরয করা হয়। অতঃপর তা হ্রাস করে পাঁচ ওয়াক্ত করার নির্দেশ প্রদান করা হয়। (মা’আরিফুল কোরআন)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।