মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক প্রতিবেদনে বুধবার তিনি এ আহ্বান জানিয়েছেন।
গুতেরেস বলেছেন, ‘আমি পরমাণু সমঝোতায় বর্ণিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি এবং একইসঙ্গে ইরানের সঙ্গে এই সমঝোতার প্রতিশ্রুতিতে পরিপূর্ণভাবে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।’
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদত বুধবার মহাসচিবের দ্বিবার্ষিক প্রতিবেদনে ২০১৫ সালের প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছে। এই প্রস্তাবে ইরান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, রাশিয়া ও চীনের মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি রক্ষার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
পারমাণবিক চুক্তি পুনর্বহালের লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ বিশ্ব পরাশক্তির সঙ্গে ইরানের যখন ধারাবাহিক সংলাপ চলছে তখন এ আহ্বান জানালেন গুতেরেস। এপ্রিল থেকেই ভিয়েনায় ইউরোপীয় কূটনীতিকদের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের পরোক্ষা আলোচনা চলছে। আলোচনাটির সমন্বয়কের ভূমিকায় থাকা ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক প্রধান এনরিক মোরা বলেন, ষষ্ঠ পর্বে এই সপ্তাহে আমাদের অগ্রগতি হয়েছে। আমাদের চুক্তির কাছাকাছি কিন্তু এখনও চুক্তির করার মতো অবস্থায় পৌঁছাইনি।
সাধারণভাবে ইরান পারমাণবিক চুক্তি হিসেবে পরিচিত জয়েন্ট কম্প্রিহেনসিভ প্লান অব অ্যাকশন (জেসিপিওএ) ২০১৫ সালের ১৪ জুলাই ভিয়েনায় স্বাক্ষরিত হয়। এতে ইরানের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য-চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং জার্মানি। চুক্তিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কর্মসূচি সীমিত রাখার প্রতিশ্রুতি দেয় ইরান। কিন্তু ২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান পারমাণবিক চুক্তির শর্ত লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে।
ইতিপূর্বে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরান যদি চুক্তির শর্তগুলো মেনে চলতে সম্মত থাকে, সেক্ষেত্রে চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফেরা ও ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলতে যুক্তরাষ্ট্রের আপত্তি নেই।
ভিয়েনাতে জ্যাকোপা কার্যকরের বিষয়ে স্বাক্ষরকারী দেশসমূহের বৈঠক চলছে। এ ব্যাপারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তির অনেক বিষয়ে স্বাক্ষরকারী দেশগুলো ঐকমত্যে পৌঁছাতে পারলেও গত কয়েক বছরের ব্যবধানে চুক্তি বাস্তবায়নের পথে কিছু সমস্যা বা ফাঁক তৈরী হয়েছে, এগুলো পূরণ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যদিও বলেছেন, তিনি আন্তরিকভাবে চাইছেন- ভিয়েনার আলোচনা যেন সফল হয়; তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলেছেন, ইরানের পক্ষে এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রাখেন দেশটির সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আলী হোসাইনি খামেনি, যিনি দেশটির পররাষ্ট্রনীতির মূল নির্ধারক। সূত্র: আল জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।