বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বুধবার দুপুরে নীলফামারী জেলার ডোমার উপজেলার বাকডোকরা ইউনিয়নের নয়নী বাকডোকরা গ্রামের নন্দী পাড়ায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ফণি ভূষণ (৫০) ও তার স্ত্রী বিরলা বালা(৪৫) মারা গেছে।
ঘটনার দিন দুপুরে ওই গ্রামের ইন্দ্র মোহনের ছেলে ফণি ভূষণ বাড়ী পার্শ্ববর্তী ক্ষেত থেকে গরু আনতে গেলে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ঘটনাস্থলে সে মারা যায়। এদিকে স্বামীর বাড়ীতে আসতে দেরী দেখে তার স্ত্রী বিরলা বালা ঘটনাস্থলে যায় এবং তার স্বামীকে মাটিতে পড়ে আছে দেখে তাকে উদ্ধারের জন্য স্বামীকে ছোয়ার সাথে সাথেই সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এলাকাবাসী বিরলা বালাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন লাশ উদ্ধার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।