Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়াকাটায় করোনায় নারী কাউন্সিলরের মৃত্যু

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ২:১৩ পিএম

কুয়াকাটা পৌরসভার নারী কাউন্সিলর হাসনেয়ারা বেগম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। ২৯ জুন (মঙ্গলবার) রাত ৯টায় দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বুধবার সকাল ৯টায় জানাযা শেষে তার বাড়িতে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

কুয়াকাটা পৌরসভা সুত্রে জানা গেছে, কুয়াকাটা পৌরসভার ৭,৮ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর হাসনেয়ারা বেগমের গত সোমবার করোনা পজেটিভ ধরা পরে। অসুস্থ হয়ে পরলে মঙ্গলবার সকালে বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে যায়। সেখানে করোনা ইউনিটে ভর্তি হন। ওইদিন রাতেই সেখানে তিনি মারা যান। এই নারী কাউন্সিলরের অকাল মৃত্যুতে কুয়াকাটা পৌর মেয়রসহ কাউন্সিলরা শোক জানিয়েছেন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে কাউন্সিলর হাসনেয়ারা বেগমের মৃত্যুতে কুয়াকাটা পৌর এলাকায় শোকের পাশাপাশি হঠাৎ করে করোনা আতংক ছড়িয়ে পরেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ