বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধ না মেনে বিয়ের আয়োজন করায় সিলেট নগরীর দুটি হোটেলকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। আজ শুক্রবার দুপুরে নগরীর তালতলা এলাকার হোটেল হিলটাউনকে একলাখ টাকা ও মিরবক্সটুলা এলাকার রেইনবো গেস্ট হাউসকে জরিমানা করা হয় ৫০ হাজার টাকা। এছাড়া বিয়ের আয়োজনের সাথে জড়িত আরেক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা করা হয়। মো. মেজবাহ বলেন, সারাদেশেই এখন করোন্রা সংক্রমণ বাড়ছে। এই সময়ে কোনো ধরণের জনসমাগম না করার নির্দেশনা রয়েছে। অথচ হোটেল হিলটাউন ও রেইনবোতে বহু ল্কো জমায়েত করে বিয়ের আয়োজন করা হয়েছিলো। যেখানে স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছিলো না। তিনি বলেন, জেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান চালায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।