বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ডা. দিনার জেবিন নামে আরেক চিকিৎসকের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)। শুক্রবার সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ডা. দিনার জেবিন চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ছিলেন। হাসপাতালের ট্রেজারার মো. রেজাউল করিম আজাদ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত দুই সপ্তাহ আগে ডা. জেবিনের করোনা পজিটিভ হলে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়ে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। বাদ জুমা দেওয়ানহাট ফায়ার সার্ভিসের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।