Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২১, ১২:০০ এএম

সারা দেশের বিভিন্ন জেলা-উপজেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করে চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও তাদের সহযোগী এবং অঙ্গ সংগঠনগুলো।
চট্টগ্রাম : চট্টগ্রামে বিকেলে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে থিয়েটার ইনস্টিটিউট হলে এক আলোচনা সভা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, আওয়ামী লীগ নেতা নঈম উদ্দিন চৌধুরী, নোমান আল মাহমুদ, সুনীল কুমার সরকার, এডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, বদিউল আলম, সফর আলী বক্তব্য রাখেন।
বরিশাল : নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর মুরালে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। পরে মহানগর আওয়ামী লীগের সভাপতি একে এম জাহাঙ্গীর হোসাইন ও সাধারন সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ দলীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা জানান। এছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মো. ইউনুস সহ জেলা নেতৃবৃন্দদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বগুড়া : সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে অনুষ্ঠিত সভায় সমাপনী বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. মকবুল হোসেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ ওপেল প্রমুখ।
বাগেরহাট : সকালে শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়। পরে স্বাস্থ্যবিধি মেনে অ্যাড: শাহ ই আলম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিনসহ প্রমুখ।
নওগাঁ : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি মো. ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, নওগাঁ জেলা আওয়ামী লীগ সদস্য অজিত মন্ডল, প্রমুখ।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহŸায়ক কমিটির আহবায়ক এডঃ সামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ন আহবায়ক সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
নাটোর : নাটোরে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পাল্টাপাল্টিভাবে পালন করেছে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বুধবার সকাল ৯টায় নাটোর শহরের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান,প্রমুখ।
অপরদিকে নিচা বাজারে দলের সাবেক কার্যালয়ের সামনে নাটোর জেলা আওয়ামী লীগের ব্যানারে আলাদা ভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালন করা হয়েছে। এখানে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক শেখ, প্রমুখ।
সাতক্ষীরা : বেলা সাড়ে ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে ও বনজ গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
বিশ্বনাথ (সিলেট) : উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু’র নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ।
আনোয়ারা (চট্টগ্রাম) : পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালি শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ মালেক।
দাউদকান্দি (কুমিল্লা) : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপিসহ প্রমুখ।
দেবিদ্বার (কুমিল্লা) : বঙ্গবন্ধুর ম্যূরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন সরকারের সভাপতিত্বে ও প্রভাষক সাইফুল ইসলাম শামিমের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক নজরুল সরকার, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী।
ডিমলা (নীলফামারী) : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা হলরুমে আ.লীগের সাধারণ সম্পাদক আনোরুল হক সরকার মিন্টু›র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম৷
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, র‌্যালি শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের নেতৃত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মুকিতুর রহমান রাফি। অপরদিকে, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকারের নেতৃত্বেও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গুরুদাসপুর (নাটোর) : জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে গুরুদাসপুর পৌর আ-লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ ফকিরের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কটিয়াদী (কিশোরগঞ্জ) : প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র সাবেক ভিপি সিদ্দিকুর রহমান ভূঞা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদসহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আওয়ামীলীগ নেতা সাবেক ভিপি দুলাল বর্মন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ