Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নন্দীগ্রামে দই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ৮:০৭ পিএম

বগুড়ার নন্দীগ্রামে দই-মিষ্টির কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে পৌর সদরের বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টের দই কারখানা বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এসময় ব্যবসায়ী আফজাল হোসেনের নগদ ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল ইসলাম। থানার এসআই রেজাউল করিম সহ একদল পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
জানা গেছে, বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টসহ বিভিন্ন কারখানায় দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি করছে। লোকমুখে এমন অভিযোগ শুনে অভিযানে নেমেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল ইসলাম। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় বিসমিল্লাহ হোটেল ব্যবসায়ীর জরিমানা করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ