Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে হাজতির মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২১ জুন, ২০২১, ১২:০৪ পিএম

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মো. হান্নান (৪১) নামে ওই হাজতি।

তিনি আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের পশ্চিম শোলকাটা এলাকার ছদর আলীর ছেলে। তিনি হাসপাতালের ১২ নম্বর হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন ছিলেন । কারাগার সূত্রে জানা যায়, আনোয়ারা থানার নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় কারাগারে ছিলেন মো. হান্নান। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, গত শনিবার ওই হাজতি কারাগারে অসুস্থবোধ করায় তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। একইদিন উন্নত চিকিৎসা জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয় ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ