Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানের প্রেসিডেন্টকে তেহরানের জল্লাদ বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২১, ১০:৫১ এএম
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে ‘জল্লাদ’ বলে আখ্যায়িত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। একইসঙ্গে রাইসি নির্বাচিত হওয়ায় ইরানের পরমাণু চুক্তি ফের কার্যকর করার আগে পরাশক্তি দেশগুলোকে এখনই ‘নড়েচড়ে বসারও’ আহ্বান জানিয়েছেন তিনি। গত সপ্তাহে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর রোববার (২০ জুন) জেরুজালেমে মন্ত্রিসভার প্রথম বৈঠকে নাফতালি বেনেট একথা বলেন।
ইরানের নতুন প্রেসিডেন্টের কঠোর সমালোচনা করে নাফতালি বলেন, ‘ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি যে লোকগুলোকে বেছে নিতে পারতেন, তার মধ্যে তিনি তেহরানের ফাঁসিদাতাকে বেছে নিয়েছেন, যিনি বহুদিন ধরে ইরান ও বিশ্বজুড়ে হাজারো নিরীহ ইরানি নাগরিকের ফাঁসির হুকুমদাতা হিসেবে পরিচিতি।’
ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী বলেন, ‘এই লোক (রাইসি) একজন খুনি, গণহত্যাকারী। এমন একজন নিষ্ঠুর জল্লাদের হাতে গণবিধ্বংসী অস্ত্র তুলে দেয়া কখনই উচিত নয়। এতে তিনি হাজার নয়, লাখ লাখ মানুষকে হত্যা করতে সক্ষম হবে।’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, আগামী আগস্টে রুহানির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নেবেন রাইসি। তার আগেই পারমাণবিক চুক্তিতে ফেরা ও তেহরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের চলমান আলোচনার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বেনেট বলেন, ‘ইরানের প্রেসিডেন্ট হিসেবে রাইসি নির্বাচিত হওয়ায় এই চুক্তিতে ফিরে যাওয়ার ব্যাপারে পরাশক্তি দেশগুলোকে ভেবে দেখতে হবে। ইরানের বিরুদ্ধে জেগে ওঠার এটাই শেষ সময়।’ সূত্র : আল জাজিরা
1 Attached Images


 

Show all comments
  • Monjur Rashed ২১ জুন, ২০২১, ৪:১৩ পিএম says : 0
    Terrorist Israel and their Arab allies are becoming frightened.
    Total Reply(0) Reply
  • মোঃ+দুলাল+মিয়া ২৪ জুন, ২০২১, ২:৫৪ এএম says : 0
    ইহুদি টাকলার মাথার ঠেলা দিয়ে আমেরিকা খেলা ধুলা করবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তেহরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ