Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরীয় সংঘাত নিয়ে তেহরানে আলোচনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা বেড়ে চলার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরীয় সংঘাত নিয়ে ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার তেহরান যাচ্ছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। আরববিশ্বের এ দেশে ১১ বছরেরও বেশি সময় ধরে চলা এ সংঘাতের অবসানে তথাকথিত ‘আস্তানা শান্তি প্রক্রিয়ার’ অংশ হিসেবে রাশিয়া, তুরস্ক ও ইরানকে সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়া বিষয়ে আলোচনায় বসতে দেখা যায়। এ তিনটির সবকটি দেশ সিরিয়া সংঘাতের ব্যাপারে জড়িত থাকলেও রাশিয়া ও ইরান দেশটির বিরোধীদের বিরুদ্ধে দামেস্ক সরকারকে সহযোগিতা করছে। অপরদিকে তুরস্ক সিরিয়ার বিদ্রোহীদের মদদ দিচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি জঙ্গিদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করার হুমকি দেওয়ায় এ সম্মেলনে বসতে যাচ্ছেন তারা। এদিকে, ইরান ইতোমধ্যে সতর্ক করে বলেছে, সিরিয়ায় তুরস্কের যেকোন সামরিক অভিযান ‘এ অঞ্চলকে অস্থিতিশীল’ করে তুলতে পারে। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এ আলোচনার আয়োজন করছেন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরীয় সংঘাত নিয়ে তেহরানে আলোচনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ