মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পরমাণু চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরে আসার ঘোষণাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে তেহরান। প্রেসিডেন্ট হাসান রুহানি ঘোষণা দিয়েছেন, চুক্তি বহাল রাখতে ওয়াশিংটনকে পাশ কাটিয়ে স্বাক্ষরকারী ইউরোপীয় ৫ দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে তার দেশ। আলোচনায় সমঝোতা হলে চুক্তি বহাল থাকবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। চুক্তি স্বাক্ষরকারী অন্য দেশগুলোও মনে করে, যুক্তরাষ্ট্রের একা এই চুক্তি বাতিলের এখতিয়ার নেই। পারমাণবিক চুক্তি থেকে যু সরে যাওয়াকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে ইরান। প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ওয়াশিংটনকে পাশ কাটিয়ে চুক্তির অন্য স্বাক্ষরকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে তার দেশ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে এক বিবৃতিতে রুহানি বলেছেন, অন্য সসদ্যদের নিয়ে আমরা যদি চুক্তির লক্ষ্য অর্জন করতে পারি তাহলে এই চুক্তি বহাল থাকবে। ট্রাম্পের চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, এককভাবে চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক চুক্তির প্রতি তার প্রতিশ্রæতির অবমাননা করলো। বিবৃতিতে তিনি বলেন, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে আসন্ন সপ্তাহে চীন, রাশিয়া ও ইউরোপের দেশগুলো সঙ্গে আলোচনার নির্দেশ দিয়েছি। আমরা যদি এই নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগে তা শেষ করতে পারি তাহলে জেসিপিওএ থেকে আমরা সব দেশের সহায়তায় পরিপূর্ণভাবে লাভবান হতে পারবো, আর চুক্তি বহাল থাকবে। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।