Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘তেহরান ২’তে মাতৃভাষায় এলনাজ নরুজির সংলাপ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মে, ২০২২, ১২:০৫ এএম

ভারতীয় সিরিজের অভিনয় করেই খ্যাতি পেয়েছেন এলনাজ নরুজি। সংলাপ আউড়েছেন হিন্দিতে, এবার এই ইরানী বংশোদ্ভূত অভিনেত্রী নিজের ফারসি মাতৃভাষায় সংলাপ বলার সুযোগ পেলেন তেহরান ২’ ওয়েব সিরিজে। ‘সেক্রেড গেমস’ খ্যাত অভিনেত্রী ‘তেহরান ২’-এর প্রিমিয়ারে জানিয়েছেন তিনি এই পর্বে মাতৃভাষায় কথা বলার সুযোগ পেয়েছেন। তিনি বলেন, এত ভাল আর বিশাল ওয়েব সিরিজের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। আমি প্রথম মৌসুমে সুযোগ না পাওয়ায় হতাশ হয়েছিলাম, ভাবছিলাম আমাকে কেন অফার দেয়া হল না। তবে শেষ পর্যন্ত দ্বিতীয় মৌসুমে সুযোগ পেলাম। এবারই প্রথম আমি কোনও সিরিজে মাতৃভাষা ফারসিতে সংলাপ বলার সুযোগ পেলাম। গ্লেন ক্লোস, নিভ সালটান, শন টুব এবং অন্য আরও বড় তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। বহুভাষাভিত্তিক ইসরায়েলি স্পাই থ্রিলারটিতে তার জন্মস্থানের সঙ্গে সংযুক্ত হতে পারায় তিনি এটিকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। এছাড়া এলনাজ ‘কান্দাহার’ অ্যাকশন ফিল্মে হলিউড তারকা জেরার্ড বাটলার এবং বলিউডের আলি ফজলের সঙ্গে অভিনয় করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘তেহরান ২’তে মাতৃভাষায় এলনাজ নরুজির সংলাপ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ