Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী রেজাউল দুই দিনের রিমান্ডে

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুন, ২০২১, ৮:২৬ পিএম

কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী রেজাউল করিমকে (৩৫) পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার (২০জুন) দুপুরে কোতয়ালী মডেল থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করার পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান উর্মি দুইদিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শামবকসি-ভল্লবপুর গ্রামের বাসিন্দা রেজাউলের বিরুদ্ধে সাবেক ছাত্রলীগ নেতা প্রভাষক দেলোয়ার হত্যা মামলাসহ ৪টি হত্যা মামলা, ধর্ষণ, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ ৩০টি মামলা রয়েছে। শুক্রবার রাতে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর বিজিবির হাতে গ্রেফতারের পর পুলিশ বাদী হয়ে রেজাউলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আরও দুটি মামলা দায়ের করেছে।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, রেজাউলের বিরুদ্ধে দায়েরকৃত অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন। পরে মাদক মামলার শুনানী হবে।
এদিকে সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হত্যা মামলায় রেজাউলকে গ্রেফতার দেখাতে এবং পরে তাকে একই মামলায় জিজ্ঞাসাবাদ করতে আদালতে সোমবার (২১ জুন) রিমান্ডের আবেদন করা হবে জানিয়েছেন পিবিআই কুমিল্লার পরিদর্শক ও দেলোয়ার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মতিউর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিমান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ