Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসনাত করিম রিমান্ড শেষে কারাগারে

প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গুলশানের হলি আর্টিসান বেকারিতে হামলার মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আদালত তার জামিন আবেদন শুনানির জন্য আগামী ২৪ আগস্ট তারিখ ধার্য করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজমের পরিদর্শক হুমায়ুন কবীর দ্বিতীয় দফায় আট দিনের রিমান্ড শেষে গতকাল সোমবার হাসনাত করিমকে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালতে হাজির করেন। এদিন  মামলা শেষ না হওয়া পর্যন্ত করিমকে কারাগারে রাখার আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী জামিনের আবেদন করলে আদালত শুনানির জন্য ২৪ আগস্ট দিন ধার্য করেন। গত ১৩ আগস্ট হাসনাতকে আদালতে হাজির করে গুলশানের মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো: এমদাদুল হক আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ৩ আগস্ট ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হাসনাতকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন কাউন্টার টেরোরিজমের পরিদর্শক হুমায়ুন কবীর। শুনানি  শেষে ঢাকা মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গিদের হামলায় বিদেশীসহ ২০ জন মারা যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মারা যায় ৬ জঙ্গি। হামলার পর জঙ্গিদের প্রতিরোধ করতে গিয়ে মারা যান পুলিশের দুই কর্মকর্তা। এ ঘটনায় জড়িত সন্দেহে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে নজরে রাখা হয়েছিল। গত ২ আগস্ট তাদের  গ্রেফতার দেখায় পুলিশ। পরে দুই দফায় তাদের রিমান্ডে নেয় পুলিশ। হাসনাত করিমকে গুলশান হামলার ঘটনায় গ্রেফতার  দেখানো হলেও তাহমিদকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে  নেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাসনাত করিম রিমান্ড শেষে কারাগারে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ