Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সিলেটে আটক চার ছাত্রদল নেতার রিমান্ড নামঞ্জুর

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ৫:২৭ পিএম

পুলিশের উপর হামলা ও ভাংচুরের অভিযোগে দায়েরকৃত মামলায় আটক চার ছাত্রদল নেতার রিমান্ড আবেদন নামঞ্জুর করে দিয়েছেন আদালত।

আটক ছাত্রদল নেতাদের সিলেটের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাইম বিল্লাহর আদালতে হাজির করা হয় রবিবার সকালে। এসময় তাদের জিজ্ঞাসবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন জানানো হলে আদালত তা নামঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিবাদী পক্ষের আইনজীবী ও সিলেট জেলা বিএনপির দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক এবং ছাত্রদল নেতা মাসরুর রাসেল।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সোবহানীঘাটস্থ বাসা থেকে পুলিশের হাতে আটক হন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাসুর রহমান মুন্না, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা ফাহিম চৌধুরী, গোলাপগঞ্জ পৌর ছাত্রদল নেতা ফয়ছল ইসলাম ও ফরিদ আহমেদ।

ওই দিন পুলিশ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ তাদের আটক করেছিল। এসময় আবুল কাহেরের বাসা থেকে ৩টি পাসপোর্ট ও ৪টি মোটর সাইকেলও জব্দ করা হয়।

পরের দিন ১৭ সেপ্টেম্বর সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির এসআই বিষ্ণুপদ রায় বাদী হয়ে ৫৫ জনের নামোল্লেখ করে একটি পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করেন। মামলায় এই চারজনও আসামি ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিমান্ড নামঞ্জুর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ