বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত ১৫ দিনে ভাসানচর ক্যাম্পের বিভিন্ন ক্লাস্টারের ছয় শতাধিক রোহিঙ্গা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। ইতি মধ্যে তিনজন শিশু মারাও গেছে।
মৃতরা হলো, ১০ ক্লাস্টারের বাসিন্দা মো. সিরাজের মেয়ে জয়নব (১), ৫৫নং ক্লাস্টারের আবদুর রহিমের মেয়ে উম্মে হাবিবা (৩ মাস) ও ৫৬ নং ক্লাস্টারের বাসিন্দা জানে আলমের ছেলে জিসান (২)।
নোয়াখালী সিভিল সার্জন ডা.ইফতেখার হোসাইন জানান, গত ৭/৮ দিনে ডাযারিয়ার প্রকোপ দেখা দেয়। এর আগে ডায়ারিয়ার প্রকোপ ছিল না। মূলত গরমের পর বৃষ্টির পানি ব্যবহারে সচেতনার অভাবে রোহিঙ্গা ক্যাম্পে ডায়রিয়া প্রকোপ দেখা দেয়। পানিবাহিত রোগটি প্রতিরোধে তাদেরকে ব্যাপক ভাবে স্বাস্থ্য শিক্ষা দেওয়া হচ্ছে । তাদেরকে সঠিক পদ্ধতিতে খাবার স্যালাইন তৈরি শেখানো হচ্ছে। তিনি আরো জানান, তার জানামতে ২০ শয্যা বিশিষ্ট ভাসানচর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এর বাহিরে রোহিঙ্গা ক্যাম্পের ক্লাস্টারে শিশু মৃত্যুর কোন তথ্য তার জানা নেই।
উল্লেখ্য, ২০২০ সালের ৪ ডিসেম্বর কক্সবাজারের টেকনাফ ও উখিয়া আশ্রয় শিবির থেকে প্রথম দফায় এক হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করে সরকার। এখন পর্যন্ত ছয়টি ধাপে ১৮ হাজার ৩৪৭ জন রোহিঙ্গাকে ভাসানচর ক্যাম্পে রাখা হয়। এই রোহিঙ্গা জনগোষ্ঠীর চিকিৎসা সেবা দেয়ার জন্য সরকার সেখানে ২০ শয্যার একটি হাসপাতাল চালু করেছে। এর পাশাপাশি ২০টি কমিউটি ক্লিনিক কাজ করছে। চিকিৎসাসেবা দিতে দুজন মেডিকেল অফিসার ও দুজন উপ-সহকারী কমিউনিটি অফিসার, দুজন স্টাফ নার্স, একজন মিডওয়াইফ, দুজন ওয়ার্ড বয়, দুজন পরিচ্ছন্নকর্মী কাজ করছে এবং পাঁচটি এনজিওর কর্মীরা কাজ করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।