বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরগুনার আমতলী পৌরসভার ৫নং ওয়ার্ডের সবুজবাগে অবস্থিত সরকারি খালটি বালু দিয়ে ভরাট করে পাকা ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, আমতলী পৌরসভার ৫নং ওয়ার্ডের সবুজবাগ খালটি পাকিস্তান আমল থেকে সরকারি খাল হিসেবে পরিচিত ছিল। ওই খালের পশ্চিম প্রান্তে লঞ্চঘাট এলাকায় ষাটের দশকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করার পর প্রবাহমান খালটি বদ্ধ জলাশয়ে পরিণত হয়। মুক্তিযোদ্ধা সংসদসহ স্থানীয় কিছু উদ্যোক্তা দীর্ঘদিন যাবৎ খালটি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছে। একপর্যায়ে ধীরে ধীরে খালটি দখল হতে শুরু করে। গত কয়েকদিন ধরে গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী গ্রামের আলী হায়দারের ছেলে জসিম হাওলাদার বাঁশ এবং চাটাইয়ের বেড়া দিয়ে তাতে বালু ভরাট করে পাকা ভবন নির্মাণ করছেন।
সরেজমিন দেখা গেছে, সবুজবাগ খালের অর্ধেক পরিমাণ বাঁশের বেড়া দিয়ে দখল করে তাতে পাকা ভবন নির্মাণ করছেন জসিম হাওলাদার নামে একজন। তার পাশেই রয়েছে খাল দখল করে গড়ে তোলা জালাল মোহরার ঘর। খালের উত্তর প্রান্তও দখল করেছে কয়েকজন। এভাবেই এক সময়ের সরকারি খাল এখন দখলে চলে যাচ্ছে ব্যক্তি মালিকানার দখলে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, এই খালটির পানি ব্যবহার করে শতাধিক পরিবার। প্রশাসনের নাকের ডগায় খালটি এভাবে দখলের কারণে একসময় অস্তিত্ব হারাবে। এ ব্যাপারে জসিম হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি রেকর্ডীয় জমিতে ভবন তুলছি। খালের মধ্যে আমার আরো ২ ফুট জমি রয়েছে’।
মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু জানান, খালটি সমিতির মাধ্যমে ইজারা নিয়ে আমরা মাছ চাষ করেছি। সরকারি খাল যদি এভাবে দখল হয়ে যায় তাহলে ভবিষ্যতে খালটির অস্তিত্ব থাকবে না।
আমতলী সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান জানান, সরেজমিনে পৌর ভূমি সহকারী কর্মকর্তা এবং সার্ভেয়ার পাঠিয়ে সরকারি জমি দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) পিজুস চন্দ্র দে জানান, আমতলী উপজেলা প্রশাসনের (ইউএনওর) মাধ্যমে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।