Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

খাল দখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

আতাউর রহমান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) থেকে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধ্যদিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদের একটি শাখা নদী কাঁচামাটিয়া দখলের হিড়িক চলছে বলে অভিযোগ উঠেছে। প্রভাবশালীরা এলাকার সাধারণ জনগণের জন্য উন্মুক্ত জলাশয় ওই নদী অবৈধভাবে বাঁধ দিয়ে প্রথমে দখল করছেন এরপর খনন করে বানাচ্ছেন পুকুর আর মাটি ভরাট করে গড়ে তুলছে বাড়িঘর। আর এভাবে পুকুর ও বাড়ি বানিয়ে জায়গার মালিক বনেও যাচ্ছেন রাতারাতি। ভুক্তভোগীদের অভিযোগ, সকলের জন্য উন্মুক্ত এ নদী অবৈধভাবে পুকুর বাসাবাড়ি ও বাঁধ নির্মাণে বাধা দিয়ে অনেকেই হুমকি-ধমকির মধ্যে আছেন। প্রশাসনের কাছে ধর্ণা দিয়েও কোন সমাধান পাওয়া যায়নি। সরেজমিন দেখা যায়, উপজেলা সদরের ব্রিজ সংলগ্ন ও পাটবাজার এলাকায় রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে ওই কাঁচামাটিয়া নদী। গত কয়েক বছরের মধ্যে প্রভাবশালীরা নদীর বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে পুকুর ও ঘরবাড়ি নির্মাণ করার কারণে নদীটি মৃত প্রায়। কাঁচামাটিয়া নদীতে একসময় পাল তুলা নৌকা চললেও বর্তমানে নদীটিতে এলাকার প্রভাবশালীরা দখল করে আবাদি কৃষি জমিতে পরিণত করেছে। কোন কোন স্থানে পুকুর খনন করে মৎস চাষ ও মাটি ভরাট করে ঘরবাড়ি নির্মাণ করে স্থায়ী ভাবে দখল করে নিচ্ছে। এরকম অনেক দখলদাররা কৃষি জমি ও বসতবাড়ি বানিয়ে মালিক সেজে ভুয়া কাগজপত্র করে নদীর জমি ক্রয়-বিক্রয় করছেন। এলাকাবাসী অভিযোগ করে বলেন, নদীর অধিকাংশ জমি বেদখল হওয়ায় প্রকৃত কৃষকরা চাষাবাদের জন্য সেচদিতে ব্যবস্থা করতে পারছে না। প্রকৃত জেলেরা জাল নিয়ে নদীতে মাছ ধরতে পারছে না ফলে অত্যন্ত প্রতিকূলতার সাথে জীবনযাপন করতে হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে জানালে দখলদারীরা প্রভাবশালী হওয়ায় দেখেও না দেখার ভান করছে। বাংলাদেশ নদী রক্ষা কমিটির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার বলেন, নদী দখলের বিষয়ে আমার জানা নেই। যদি কোন ব্যক্তি দখল করে থাকে তা হলে ওই অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাল দখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ