Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে করোনায় এক প্রবাসীর মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি | প্রকাশের সময় : ১১ জুন, ২০২১, ১২:৫৭ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে বাবুল তালুকদার (৫৫) নামে কুয়েত প্রবাসী এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাবুল তালুকদার উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের আরফান উদ্দিন তালুকদারের ছেলে।
জানা গেছে, গত ২৪ মে দীর্ঘ ৫ বছর পর বাবুল তালুকদার কুয়েত থেকে দেশে আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট পৌছালে সরকার থেকে তাকে ঢাকা উত্তরার গার্ডেন হোটেলে কোয়ারেন্টেনে পাঠানো হয়। কোয়ারেন্টেনে থাকা অবস্থায় ২৬ মে তার শরীরে করোনা শনাক্ত হয়। পরে চিকিৎসার জন্য কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

শুক্রবার রাতে জানাজা নামাজ শেষে থলপাড়া গ্রামের সামাজিক কবস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ