Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নোয়াখালীর হাতিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৬ জুন, ২০২১, ৬:৪১ পিএম

হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নে বজ্রপাতে মো. খোকন (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এদিকে জেলার কবিরহাট, কোম্পানীগঞ্জ, সেনবাগ ও সুবর্ণচরে বজ্রপাতে মারা গেছে ৭টি গরু ও ১টি মহিষ।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ৩নং পূর্ব মাইজছরা গ্রামের এ ঘটনা ঘটে। নিহত মো. খোকন ওই গ্রামের সৈয়দ মুন্সির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হাতিয়ার বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে ব্যাপক বজ্রপাত শুরু হলে পূর্ব মাইছরা গ্রামের কৃষক খোকন বাড়ির পাশের মাঠে থাকা গরু আনতে বের হয়। বিকেল সাড়ে ৪টার দিকে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

এদিকে, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত বজ্রপাতে জেলার কবিরহাট উপজেলায় দু’টি গরু, কোম্পানীগঞ্জে একটি মহিষ, সেনবাগে দু’টি গরু ও সুবর্ণচের তিনটি গরু মারা গেছে।

হাতিয়া থানার ওসি আবুল খায়ের বজ্রপাতে কৃষক খোকনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ